Principal's Details
প্রফেসর ড. মো. সেলিম মিয়া
অধ্যাপক ডঃ সেলিম মিয়া সেলিম আকন্দ হিসেবে চেনাজানা মহলে পরিচিত। পুরানো ঢাকার মিটফোর্ড হাসপাতালে তাঁর জন্ম । মাতৃক নিবাস মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে । সচ্ছল ও বিত্তবান কৃষক এবং সৌখিন ব্যবসায়ী পিতা মৌলভী আলহাজ্ব এরফান উদ্দিন আকন্দ এবং মাতা হাওলাদার আমেনা আকন্দের তিনি পঞ্চম সন্তান । পিতা-মাতা ও বড় ভাইদের কাছে পড়ালেখায় হাতে খড়ি । প্রাতিষ্ঠানিক শিক্ষা মক্তবে । সেখানে আরবি ও উর্দু ভাষায় পবিত্র কোরআন ও হাদিস অধ্যায়ন করেন । সাত বছর বয়সে সহিহ কোরআন শিক্ষা লাভ করে 'কারি' সনদ'অর্জন করেন। এরপর নন্দকুমারের ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক , সরকারি কেশবচন্দ্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ,স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও ১৯৯৬ সালে পি-এইচডি ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন । ১৯৯৬ সালে জাতীয় দৈনিক ইত্তেফাকে প্রথম তাঁর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয় । এরপর থেকে এখন অব্দি প্রধান জাতীয় দৈনিকে তিনি দেশ-বিদেশের রাজনীতি , সংস্কৃতি , সাহিত্য ,শিক্ষা, ইতিহাস ,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অনবরত লিখে চলেছেন। এ পর্যন্ত প্রকাশিত গবেষণালব্ধ প্রবন্ধ ও নিবন্ধের সংখ্যা শতাধিক । মৌলিক গ্রন্থ ও সম্পাদিত গ্রন্থের সংখা ২৫টিরও বেশি । পান্ডুলিপি প্রস্তুত রয়েছে ছয়টি গ্রন্থের । কিশোর কাল থেকেই পরিবারের প্রশান্ত আবহে প্রগতিশীল , অসাম্প্রদায়িক , উদার ও মানবদরদি ভাবনার মধ্যে বড় হয়েছেন । স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে অধ্যায়ন কালে ১৯৮৭ সালে গুরুগৃহ প্রকাশনীর সম্পাদকীয় বিভাগে যোগদান করেন । এরপর ১৯৮৯ সাল থেকে বিশ বছরের অধিক সময়ে এখানে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
উনিশশো একানব্বই সালের পহেলা জানুয়ারি ঢাকাস্থ মিরপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন । প্রভাষক হিসেবে কাজ করেছেন কবি নজরুল কলেজ, গফরগাঁও সরকারি কলেজ ও ঢাকা কলেজে । সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন সাদাত কলেজে । ২০০৫ সালের ৬ জানুয়ারি থেকে ঢাকাস্থ কবি নজরুল সরকারি কলেজে পাঁচ বছর, এবং তিতুমীর কলেজে সাত বছর এবং সরকারি জাহেদা সফির মহিলা কলেজে দেড় বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এরমধ্যে জাতীয় টেক্সটবুক বোর্ড এ বিশেষজ্ঞ হিসেবে কিছু সময় কাজ করেন । উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ কবি নজরুল সরকারি কলেজে । তিন বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক নিয়োজিত ছিলেন। বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক হিসেবে রয়েছেন প্রায় ১২ । ২০১৫ সালের ৮ আগস্ট তৃতীয় গ্রেডের অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন । বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে তিনি একজন জ্যেষ্ঠ অধ্যাপক ।
১৯৮২ সালে প্রবাসী বেতার সংঘের সভাপতি হিসেবে ১ম কোন সামাজিক কর্মকান্ডে যোগদান করেন । স্কুল জীবন থেকেই রোভার স্কাউট এর সাথে সম্পৃক্ত ছিলেন । সরকারি তিতুমীর কলেজের রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক , কবি নজরুল সরকারি কলেজ এ সহ-সভাপতি ,ঢাকা জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার ও সহ-সভাপতি এবং রোভার অঞ্চলের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি রোটারি ক্লাব ঢাকা আরবানার নির্বাহী কমিটির বর্তমান সদস্য । অফিসার্স ক্লাব ঢাকার সাহিত্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন একটানা ১২ বছর অব্দি। জীবন সদস্য অফিসার্স' ক্লাব ঢাকা ,বাংলা অ্যাক্যাডেমি , এশিয়াটিক সোসাইটি এবং ব্রিটিশ কাউন্সিল ,ঢাকা , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর । পাশাপাশি ঢাকাস্থ শিবচর উপজেলার সমিতির শিক্ষা সম্পাদক এবং ঢাকাস্থ মাদারীপুর জেলা সমিতির প্রথম যুগ্ম সম্পাদক । বন্ধু সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বহু বছর যাবত । ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ ব্যাচ ' অদম্য ১৪ 'এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলা ভাষা শিক্ষক পর্ষদের প্রতিষ্ঠাতা সম্পাদক । তিনি এরফান হাইস্কুলের গভর্নিং বডির বর্তমান সভাপতি । মাদ্রাসা ,স্কুল ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলায় ভূমিকা পালনের জন্য তিনি সমগ্র মাদারীপুরের মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে মহৎ প্রাণ ব্যক্তির অভিধায় ভূষিত হন । রোভার সেবায় নিবেদনের জন্য 'মেডেল অব মেরিট' পদক এবং মানব সেবায় নিবেদনের জন্য আন্তর্জাতিক রোটারি ক্লাব থেকে ' পল হ্যারিস 'পদক প্রাপ্ত হন । বন্ধু ,স্বজন ও শিক্ষার্থীপ্রিয় সেলিম আকন্দের দাম্পত্যসঙ্গী জনাব রায়হানা তসলিম দোলন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এর ১৬ ব্যাচ এর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রকল্প পরিচালক ,নয়টি সরকারি স্কুল স্থাপন প্রকল্প । একমাত্র কন্যা স্বোপার্জিতা তানহা আকন্দ রোদেলা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী এবং ছায়ানট থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ।